Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোনায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

মার্চ ৬, ২০২৩, ০৫:১৮ পিএম


নেত্রকোনায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘নির্ভীক সাহসিকতার হবে না শেষ, আমরা গড়বো দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে অগ্রযাত্রার ১১ বছরে পর্দাপন উপলক্ষে নেত্রকোনায় বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) আড়াইটায় জেলার ইসলামী ফাউন্ডেশন পাবলিক লাইব্রেরি হল রুমে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

নেত্রকোনা জেলা প্রতিনিধি সুমন রাহাতের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডঃ আব্দুল হান্নান রঞ্জন।  

এ সময় আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসেম রেজা ও সকল কলা কৌশলি এবং আমার সংবাদ পত্রিকার সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি ও লেখক বীর মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মু. কিবরিয়া চৌধুরী হেলিম। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ সিনিয়র সাংবাদিক বজন দাস, কবি তানবীর জাহান চৌধুরী, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সাখাওয়াত হোসেন, সাংবাদিক এ কে এম এরশাদুল হক জনি ও গোলাম কিবরিয়া সোহেল প্রমুখ। 

Link copied!