Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

নতুন ৮ উপদেষ্টার শপথের প্রজ্ঞাপনটি ভুয়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১২, ২০২৫, ০৮:০০ পিএম


নতুন ৮ উপদেষ্টার শপথের প্রজ্ঞাপনটি ভুয়া

আগামী ২১ মার্চ নতুন আরও ৮ উপদেষ্টা শপথ নিচ্ছেন— সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শপথ নেওয়ার এ প্রজ্ঞাপনটি ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রেস সচিব শফিকুল আলম লেখেন, এটি ভুয়া এবং বানানো।

এদিন বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রজ্ঞাপনটি ভাইরাল হতে দেখা যায়। অনেককে ভুয়া প্রজ্ঞাপনটি শেয়ার দিতে দেখা যায়।

সেখানে লেখা ছিল, ২১ মার্চ শুক্রবার মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো।

আরএস

Link copied!