Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ব্রাহ্মণপাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

মার্চ ৮, ২০২৩, ০৩:৫৩ পিএম


ব্রাহ্মণপাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করতে সোমবার বিকেলে ১নং মাধবপুর ইউনিয়ন পরিষদ মকিমপুর গ্রামে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ৭৫টি ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজামান।

এ সময় তিনি আশ্রয়ন প্রকেল্পর বিভিন্ন পরিবারের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন ব্রাহ্মণপাড়া উপজেলায় ৪১৫টি ভূমিহীন পরিবার রয়েছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, ব্রা‏হ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, ১নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ প্রমুখ।  

Link copied!