Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বার্ড-এ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

মার্চ ৮, ২০২৩, ০৩:৫৮ পিএম


বার্ড-এ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবসের কর্মসূচির সূচনা হয়।

অতঃপর ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীর ও প্রশিক্ষণার্থীদের পক্ষ হতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. আবদুল করিম। পরবর্তীতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভিডিও প্রদর্শনী, আলোকচিত্রমালা প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. আবদুল করিম। অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. মোহাম্মদ কামরুল হাসান।

Link copied!