Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মার্চ ৮, ২০২৩, ০৪:২৬ পিএম


ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরণে আলামিন (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৮ মার্চ) সকালে জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে একটি ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন (১৬) রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার ফুলপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

স্হানিয় ও থানা সূত্রে জানা যায়, কাঁঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানে ট্রাক্টরের পিছনের চাকায় হাওয়া দেয় আলামিন। হাওয়া দেয়ার সময় টায়ার বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার পথে সেতাবগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সেই সাথে সচেতনতার সহিত দক্ষ ব্যক্তিদের দিয়ে এসব কাজ পরিচালনা করলে দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে করেন স্থানীয়রা।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Link copied!