Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

‘শিক্ষার সুযোগ সৃষ্টি করতে পার্বত্য জেলা পরিষদ কাজ করছে’

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

মার্চ ৯, ২০২৩, ০৪:৩৮ পিএম


‘শিক্ষার সুযোগ সৃষ্টি করতে পার্বত্য জেলা পরিষদ কাজ করছে’

পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ সৃষ্টি করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা গুলোতে আবাসিক স্কুল সৃষ্টির মাধ্যমে শিক্ষা থেকে ঝড়ে পড়ার হার কমিয়ে আনা হবে। পার্বত্য দুর্গম এলাকা শিক্ষা মান বৃদ্ধিতে গুলোতে ইউনিসেফের পাড়া কেন্দ্র গুলোতে ভুমিকা রাখছে বলে জানান চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে রাঙ্গামাটিতে পাড়াকেন্দ্র ও আবাসিক বিদ্যালয়ের কার্যক্রমের স্থায়িত্ব বিধানে সুপারিশমালা প্রনয়ণ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এ কথা বলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আয়োজনে ইউনিসেফ সহযোগিতায় ইউনিসেফ চট্টগ্রাম ডিভিশনের প্রজেক্ট ম্যানেজার মাধুরী ব্যানার্জির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য শিক্ষা আহবায়ক প্রিয়নন্দ চাকমা, পরিষদ সদস্য স্বাস্থ্য বিভাগের আহবায়ক সবির কুমার চাকমা, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা, জুরাছড়ি উপজেলা সুরেশ চাকমা, রাঙ্গামাটি জেলা তথ্য অফিসার উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

Link copied!