Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কালিগঞ্জে আমার সংবাদের প্রতিষ্ঠা বাষির্কী উৎযাপন

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৯, ২০২৩, ০৭:১০ পিএম


কালিগঞ্জে আমার সংবাদের প্রতিষ্ঠা বাষির্কী উৎযাপন

সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বাষির্কী।

বৃহস্পতিবার (৯ মার্চ) রেডিও নলতার কনফারেন্স রুমে দৈনিক আমার সংবাদ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ারের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমার সংবাদ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি কাজী নাসিরউদ্দীন এর সভাপতিত্বে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্টা বাষির্কী পালিত হলো।

প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেস ক্লাবের উপদেষ্টা ডাঃ আবুল ফজল মাহমুদ বাপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহাসিন, নলতা হাসপাতালের প্রস্টেটিক ইন-চার্জ মো. জসিম উদ্দীন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খাইরুল ইসলাম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, কালের কণ্ঠের সিনিয়র প্রতিনিধি আহমাদ উল্ল্যাহ বাচ্চু, দৃষ্টিপাত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, গণমাধ্যম কর্মী প্রভাষক শেখ আল-আজাদ,নারী সাংবাদিক রাশিদা আক্তার, গণমাধ্যম কর্মী সাব্বির হোসাইন, রেডিও নলতার সংবাদ প্রযোজক মোঃ রবিউল ইসলাম সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

দৈনিক আমার সংবাদ প্রত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ারের সঞ্চলনায় আলোচনায় সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।

অনুষ্ঠানে বক্তরা বলেন “ দৈনিক আমার সংবাদ পত্রিকাটি হাটি হাটি পা পা করে ১১ বছরে পর্দাপণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আমার সংবাদ পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মানে অবিচল যাত্রা অব্যাহত রেখেছে। স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের নির্ভুল খবর প্রকাশে সাহসিকতায় স্বীয় অবস্থান নিশ্চিত করেছে পত্রিকাটি। বর্তমানে দেশে যে সকল জাতীয় দৈনিক পত্রিকা প্রকাশ হচ্ছে তাদের মধ্যে দৈনিক আমার সংবাদ প্রত্রিকাটি প্রথম ১০টি পত্রিকার মধ্যে ৮ম স্থানে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয় দ্রুত পাঠক সমাজে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। আমরা চাই আগামী দিনগুলোতে তাদের এই ধারা অব্যাহত থাকুক এবং প্রতিষ্টা বাষির্কী উপলক্ষে এই পত্রিকার সম্পাদক হাসেম রেজাসহ সকল সাংবাদিকদের অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ারের রচনায় প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে গান সৎ নির্ভিবস্তু নিষ্ঠ সংবাদ নিয়ে তুমি এগিয়ে গেলে দুর দিগন্তে আজ তোমার জন্ম দিন .. গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরএস
 

Link copied!