Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

লামায় গলায় ফাঁস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

লামা প্রতিনিধিঃ

লামা প্রতিনিধিঃ

মার্চ ১১, ২০২৩, ০১:৫৩ পিএম


লামায় গলায় ফাঁস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সাবরিনা তারান্নুম মেঘলা নামে এক নারী চিকিৎসক। তিনি লামার গজালিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পার্শ্ববর্তী কক্সবাজার জেলার  চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বাসিন্দা শওকত ও শাহিনা দম্পতির মেয়ে।

স্থানীয়রা জানায়,(১০ মার্চ) শুক্রবার সন্ধ্যায় বাবার সাথে ঝগড়ার এক পর্যায়ে বমুবিলছড়ির শশুর বাড়িতে গিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শহিদুল ইসলাম জানান, লামা হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

আরএস

Link copied!