Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শিশুকে হত্যা করে পুঁতে রাখা হয় মাটিতে

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

মার্চ ১২, ২০২৩, ০৪:৪৫ পিএম


শিশুকে হত্যা করে পুঁতে রাখা হয় মাটিতে

সিরাজগঞ্জের চৌহালীতে তানজিদ সরকার নামে (৯) এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার (১২ মার্চ) সকালে পুলিশ চৌহালীর জোতপাড়া চর থেকে শিশুটির পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে।

নিহত শিশু তানজিদ গাজীপুরের কুনিয়াগাছা এলাকার লতিফ সরকারের ছেলে। এ ঘটনায় সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আসামি সোহাগ হোসেন (২০) টাঙ্গাইলের নাগরপুর থানার তেবাড়িয়া পূর্বপাড়া এলাকার মাখন মিয়ার ছেলে।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাসায় ভাড়া থাকতেন সোহাগ ও তার পরিবার। বাসা ভাড়া দেওয়া নিয়ে মালিকের সাথে সোহাগের দ্বন্দের সৃষ্টি হয়। এরই জের ধরে গত শুক্রবার কৌশলে শিশু তানজিদকে বাসা থেকে নিয়ে যায় সোহাগ। ছেলের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ করলে সোহাগকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে চৌহালীর জোতপারা চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গেপাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

Link copied!