Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

মার্চ ১২, ২০২৩, ০৫:২৩ পিএম


গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

গোপালগঞ্জে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু এ ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্কুলশিক্ষক বাদল বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীলরতন বিশ্বাসের ছেলে ও সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

পরিদর্শক সোমনাথ বসু জানিয়েছেন, শিক্ষক বাদল বিশ্বাস সদর উপজেলা মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া থেকে মোটরসাইকেলে স্কুলের দিকে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই শিক্ষক মোটরসাইকেলসহ ৩০ থেকে ৪০ ফুট দুরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ খবর ছড়িয়ে পড়লে পরিবারে ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Link copied!