Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দলিল লেখকদের দক্ষতা-স্বচ্ছতা বৃদ্ধিতে কর্মশালা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৩, ১২:২৪ পিএম


দলিল লেখকদের দক্ষতা-স্বচ্ছতা বৃদ্ধিতে কর্মশালা

টাঙ্গাইলের সখীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান খান। এ ছাড়াও বক্তব্য দেন মির্জাপুরের সাব-রেজিস্ট্রার উম্মে সালমা, দেলদুয়ারের সাব-রেজিস্ট্রার খায়েরুল বাশার ভূঁইয়া পাভেল ও সখীপুরের সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম। এ সময় শতাধিক দলিল লেখক ও স্ট্রাম্প ভেন্ডার উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!