Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাংশায় মডেল মসজিদের উদ্বোধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৩, ০৪:১৪ পিএম


পাংশায় মডেল মসজিদের উদ্বোধন

তৃতীয় ধাপে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশায় উদ্বোধন হলো মডেল মসজিদ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি। পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্মিত মডেল মসজিদের গ্রাউন্ড ফ্লোরে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

মডেল মসজিদ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপ-পরিচালক, স্থানীয় সরকার (রাজবাড়ী) আসাদুজ্জামান রিপন, উপজেলা সহকারী (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা আ‍‍`লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম সহ প্রমুখ।

আরএস

 

Link copied!