Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আগৈলঝাড়ার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৩, ০৪:২০ পিএম


আগৈলঝাড়ার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের আগৈলঝাড়ার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ই মার্চ) সকালে ধর্মপ্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খানের সভাপতিত্বে গনভবন থেকে ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগৈলঝাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।

উদ্বোধনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়ালের কথা বলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন, উত্তর শিহিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম, দৃষ্টিপ্রতিবন্ধী সুমন হাওলাদার। ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন আগৈলঝাড়ার সেরাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুজ্জামান।

উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম (এমপি), বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, বরিশাল বিভাগীয় কমিশনার মো.আমিন-উল আহসান, উপ-পুলিশ মহাপরিদর্শক এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো.সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো.ওয়াহিদুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.তালুকদার মো.ইউনুসসহ প্রমুখ।

সারাদেশে তৃতীয় পর্যায় আগৈলঝাড়াসহ ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

আরএস

 

Link copied!