Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৩, ০৬:০৬ পিএম


অভয়নগরে দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অভয়নগরে দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার রাজঘাট জাফরপুর এলাকায় সংগঠনের কার্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, পৌর কাউন্সিলর বিপুল শেখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব হোসেন। এর আগে সংগঠনের পক্ষ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আরএস
 

Link copied!