Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ইয়াবাসহ আটক ১

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৩, ০৬:১৭ পিএম


নেত্রকোণায় ইয়াবাসহ আটক ১

নেত্রকোণা সদর পুলিশ ফাঁড়ির অভিযানে ১৭২৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির এস আই ফরিদ আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে জেলা শহরের কুরপাড় তিতাস গ্যাস অফিসের সামনে অভিযান চালিয়ে মেহেদী হাসান পরাগ (৩২) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৭২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক পরাগ জেলার বারহাট্টা উপজেলার বারহাট্টা বাজার এলাকার আব্দুল কাদিরের পুত্র। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এআরএস

Link copied!