Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে হলুদ সাংবাদিকতা করা যাবে না: হাসেম রেজা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৩, ০৭:৪২ পিএম


ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে হলুদ সাংবাদিকতা করা যাবে না: হাসেম রেজা

সাংবাদিকতা একটি মহান পেশা, সততার সঙ্গে এ পেশায় কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের আশায় হলুদ সাংবাদিকতা করা যাবে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের সম্পাদক হাসেম রেজা।

শনিবার (১৮ মার্চ) দৈনিক আমার সংবাদের ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

দৈনিক আমার সংবাদের কুমারখালী প্রতিনিধি মাসুদ রানার সভাপতিত্বে ও কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের সার্বিক পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের কুমারখালী সংবাদদাতা সোহাগ মাহমুদ খান, দৈনিক মানবকণ্ঠের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস, দৈনিক আমার সংবাদের খোকসা উপজেলা প্রতিনিধি এস মিলন, মিরপুর উপজেলা সংবাদদাতা মো. শরিফুল ইসলাম, দা ডেইলি পোস্টের মিরপুর সংবাদদাতা আরিয়ান সাকিবসহ প্রমুখ।

এআরএস

 

Link copied!