Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মুজিববর্ষ উপলক্ষে ত্রিশালে ভূমিহীনদের জন্য ৩৩ টি ঘর

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৩, ১১:২৬ এএম


মুজিববর্ষ উপলক্ষে ত্রিশালে ভূমিহীনদের জন্য ৩৩ টি ঘর

মুজিববর্ষ উপলক্ষ্যে নির্মিত ৪র্থ পর্যায়ের প্রথম ধাপের ঘরগুলো আগামী ২২ মার্চ আনুষ্ঠানিক ভাবে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

হস্তান্তরের এ কার্যক্রমগুলো শুভ উদ্বোধন আগামী ২২ মার্চ সকাল ১০ টায় সম্পন্ন হবে। সারাদেশের মতো ত্রিশাল উপজেলাতেও এই পর্যায়ে ৩৩ টি ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্ত করার জন্য ইতিমধ্যেই ঘর তৈরির যাবতীয় কাজ শেষ করা হয়েছে।  

জানা গেছে,  উপজেলার সাখুয়া ইউনিয়নে ৪টি, বালিপাড়া ইউনিয়নে ৬টি, ধানীখলা ইউনিয়নে ১০টি ও মঠবাড়ী ইউনিয়নে নির্মিত ১৩ টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, মুজিববর্ষের এই ঘরগুলো অত্যন্ত সতর্কতার সাথে শতভাগ ডিজাইন, স্পেসিফিকেশন ফলো করে নির্মাণ করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়নের তহশীলদারগণের সার্বক্ষণিক তদারকিতে গৃহ নির্মাণ কাজগুলো সম্পন্ন করা হয়। একসাথে ৩৩টি ঘর আনুষ্ঠানিক হস্তান্তরের মধ্যে দিয়ে ত্রিশাল উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। নির্মিত ঘরগুলোর মান নিয়ে সকল পর্যায়ের জনপ্রতিনিধি ও অন্যান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেন।

আরএস

 

Link copied!