Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

যশোরে দৈনিক আমার সংবাদ এর জন্মদিন উদযাপন

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

মার্চ ২১, ২০২৩, ০২:৪৭ পিএম


যশোরে দৈনিক আমার সংবাদ এর  জন্মদিন উদযাপন

দৈনিক আমার সংবাদ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে   আলোচনা সভা, কেক কাটা  আজ মঙ্গলবার  বেলা ১২টার সময়  প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক আমার সংবাদ যশোর জেলা প্রতিনিধি এম এ রহমানের  সভাপতিত্বে  বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি কাজী আক্তার হোসেনের  পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব  যশোরের সাবেক  সভাপতি ফকির শওকত ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম  আইয়ুব, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়,সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর যশোর প্রতিনিধি আকরামুজ্জামান।

এ সময়   আরও উপস্থিত  ছিলেন  সিনিয়র সাংবাদিক, মিজা বদরুজ্জামান টুনু,সময় টিভির  জুয়েল মৃধা, বাংলা টি্বিউন তৌহিদজ্জামান,সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন দৈনিক তথ্যর কাজী রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি ফারুক আহম্মেদ, অভয়নগর  প্রতিনিধি শেরিফুর  রহমান ঝিকরগাছা  প্রতিনিধি রেজোয়ান কবির, শাশা প্রতিনিধি জয়নাল আবেদীন,বিশিষ্ট  সমাজ সেবক মজিবুর রহমান, রকিবুর রহমান রকি, মো. শামসুর রহমান,মাহমুদুল হাসান,আবুল কালামসহ যশোরের বিভিন্ন স্বানীয় পএিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!