Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বগুড়ায় দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

মার্চ ২২, ২০২৩, ১০:৩৪ এএম


বগুড়ায় দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ার মহাস্থানগড় এলাকায় অবস্থিত মর্নিং সান কেজি স্কুলে পালিত হলো জাতীয় দৈনিক আমার সংবাদ‍‍`র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‍‍`সত্যের সন্ধানে প্রতিদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় "দৈনিক আমার সংবাদ" ১০ বছর পেরিয়ে ১১তে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) রাত আটটার দিকে দৈনিক আমার সংবাদ‍‍`র জেলা ও উপজেলা প্রতিনিধিদের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। দৈনিক আমার সংবাদ‍‍`র জেলা প্রতিনিধি মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।

বগুড়া ব্যুরো এমএ ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু,রায়নগর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি,জাতীয় যুব সংহতি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়( এমবিএ),সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু,বগুড়া জেলা সুজনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তুহিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক এস আই সুমন, দৈনিক খবর পত্রের কাহালু উপজেলা প্রতিনিধি মো আব্দুস সাত্তার,কিচক প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক হোসাইন,ধর্মীয় সম্পাদক কাজী সিরাজুল ইসলাম,দৈনিক আমার সংবাদের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আব্দুল গফুর মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ‍‍`র সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি মো. রাকিব,বগুড়া সদর উপজেলা প্রতিনিধি মো. রুহুল আমিন,কাহালু উপজেলা প্রতিনিধি মো. বেলাল হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি মো. তফিকুল ইসলাম,দৈনিক যায়যায়দিনের সোনাতলা উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ,মহাস্থান প্রেস ক্লাবের সহ-সভাপতি তাহেরা জামান লিপি,কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন,সদস্য আব্দুল বারী,রাব্বি হাসান সুমন,মহসিন আলী, যুবনেতা গোলাম মোস্তফা, আরজে তৌহিদ হাসান প্রমুখ।

আরএস

 

 

Link copied!