Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ধর্ষণে অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রী, দাদা কারাগারে

সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ২২, ২০২৩, ০৭:২৫ পিএম


ধর্ষণে অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রী, দাদা কারাগারে

টাঙ্গাইলের সখীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ মার্চ) দুপুরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের বাসিন্দা। ওই ব্যক্তি সম্পর্কে ছাত্রীর প্রতিবেশী দাদা।

পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বর মাসের দিকে ওই ছাত্রী বাড়ির পাশের লেবুবাগানে যায়। সেখানে আগে থেকেই উৎপেতে থাকা প্রতিবেশী দাদা হাবিবুর রহমান নানা প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ওইদিন বিষয়টি কাউকে না জানানোর জন্যে হুমকি দেয়। এরপর নানা লোভ দেখিয়ে মেয়েটিকে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে ওই দাদা।

মেয়েটির বাবা জানায়, শারীরিক গঠনের পরিবর্তন হওয়ায় গত দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় মেয়েটি ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে মীমাংসার জন্য মাতাব্বররা তাকে চাপ প্রয়োগ করে। অবশেষে আজ সকালে মেয়েটির বাবা সখীপুর থানায় এসে মামলা করেন।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য জামাল হোসেন  বলেন, বিষয়টি গতকাল জানার পর মেয়ের বাবাকে থানায় মামলা করার পরামর্শ দেই।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন  বলেন, মামলার একমাত্র আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নন স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এআরএস

Link copied!