কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
মার্চ ২৩, ২০২৩, ০৩:৪৭ পিএম
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
মার্চ ২৩, ২০২৩, ০৩:৪৭ পিএম
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিঞ্চী গ্রামের খাস খামার, মধ্যপাড়া, গেট পাড়া, কলোনিপাড়া সহ কয়েকটি পাড়ায় উপর দিয়ে প্রচন্ড গতিতে টর্নেডো আঘাত হেনেছে।
এতে উল্লেখযোগ্যসংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য আজগর হোসেন বুলু জানান।
তিনি আরো জানান, কিছু বুঝে ওঠার আগেই এই টর্নেডো আঘাত হানে। এ ঘটনায় ৫০ টির অধিক ঘর সম্পূর্ণ ধ্বংস হয়, এছাড়া শতাধিক পরিবারের আধা পাকা ও কাচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।তাছাড়া কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় শিলা বৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে চলেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।
সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর প্রচন্ড আঘাত বসৎ ঘর ও দোকান লন্ড ভন্ড
আরএস