Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এস আই আবুল কালাম আজাদ

কেরানীগঞ্জ প্রতিনিধি:

কেরানীগঞ্জ প্রতিনিধি:

মার্চ ২৭, ২০২৩, ০৪:২১ পিএম


ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এস আই আবুল কালাম আজাদ

ঢাকা বিভাগের পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। তিনি জেলার কেরানীগঞ্জ মডেল থানায় এস আই হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার (২৭ মার্চ) বিকালে ঢাকা রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এসআই হিসেবে ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ যে, দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সচেতনতামূলক কর্মকান্ড ও ভালো কাজ করে যে ক‍‍`জন পুলিশ সদস্য দেশে পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন এস আই আজাদ তাদের মাঝে অন্যতম।

আরএস
 


 

Link copied!