Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

চরফ্যাশনে মিঠা পানির জন্যে হরিণ লোকালয়ে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৩, ০৬:০৭ পিএম


চরফ্যাশনে মিঠা পানির জন্যে হরিণ লোকালয়ে

চরফ্যাশনে একটি ৬০কেজি ওজনের জীবিত হরিণ মিঠা পানির জন্যে লোকালয়ে এসেছে। হরিণটি উদ্ধার করেছে চরফ্যাশন বন বিভাগ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় ওমরপুর ভুঁইয়ার হাট খাল পাড় এলাকায় থেকে এই পুরুষ হরিণটি আটক করা হয়। চরফ্যাশন চর-মানিকা বিট কর্মকর্তা আবুল কাশেম এই প্রতিনিধিকে জানান, ভোর ৭টার দিকে ভুঁইয়ার হাট এলাকা থেকে বাবুল হুজুর নামে জনৈক ব্যক্তি একটি হরিণ স্থানীয়রা আটক করেছে বলে খবর দেয়। চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা সফিকুল ইসলামে নির্দেশনায় দ্রুত একটি টিম নিয়ে ঘটনাস্থল ভুঁইয়ার হাট চলে যাই। গিয়ে দেখি স্থানীয় চেয়ারম্যান এ.কে.এম সিরাজুল ইসলামের বাসার সামনে প্রায় ৩/৪শ’ মানুষ হরিণটিকে ঘিরে রেখেছে। আমরা সেখান থেকে হরিণটিকে উদ্ধার করে চর-মানিকা বিটের চর ইসলাম সংরক্ষিত বাগানে ছেড়ে দেই। 

চরফ্যাশন উপজেলা বন বিভাগের রেঞ্জার মোঃ সফিকুল ইসলাম বলেন, হরিণটি যেখান থেকে স্থানীরা ধরেছে সেখান থেকে প্রায় ৪০/৪৫কিলোমিটার দুরে মনপুরা বাগান রয়েছে। তবে এসব হরিণ দ্রুতবেগে ছোটখাট নদী সাতার কেটে আসতে পারে। মিঠা পানি এবং গম, মটর তাদের পছন্দের খাবার তাও খেতে আসতে পারে বলে ধারণা করেছেন। 

আরএস

Link copied!