Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মুজিবনগর গ্রামীণ ব্যাংকের সাবেক ৩ কর্মকর্তার জেল-জরিমানা

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর প্রতিনিধি :

মার্চ ৩১, ২০২৩, ০৭:৫৬ পিএম


মুজিবনগর গ্রামীণ ব্যাংকের সাবেক ৩ কর্মকর্তার জেল-জরিমানা

মেহেরপুরের মুজিবনগর শাখার গ্রামীন ব্যাংকের ৩ কর্মকর্তার ৩ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। ভুয়া নামে ঋণ বিতরণ ও আদায়কৃত কিস্তির টাকা আত্মসাতের দায়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, গ্রামীণ ব্যাংক মুজিবনগর শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক এসএম শরিফুজ্জামান (৪০), শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান (৪০) ও সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা (৩৯)। এর মধ্যে সোহেল রানা পলাতক।

আদালত সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংকের কয়েকজন গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে ২০১৭ সালের ১২ মার্চ দুদক গ্রামীণ ব্যাংক মুজিবনগর শাখায় অভিযান চালায়। সেখানে ভুয়া নামে ঋণ বিতরণ ও ঋণ গ্রহীতাদের কাছ থেকে আদায়কৃত কিস্তির টাকা জাল স্বাক্ষর করে পরস্পর যোগসাজশে প্রায় ৬ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পায়। এরপর দুদল কুষ্টিয়ায় মামলা করে। মামলায় স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় প্রদান করেন বিজ্ঞ বিচারক।

আরএস

Link copied!