Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বৃদ্ধাকে ছাগল কিনে দিলো ‘সেবাশ্রম ফাউন্ডেশনে’র স্বেচ্ছাসেবীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রতিনিধি:

এপ্রিল ১, ২০২৩, ০৩:০১ পিএম


বৃদ্ধাকে ছাগল কিনে দিলো ‘সেবাশ্রম ফাউন্ডেশনে’র স্বেচ্ছাসেবীরা

কিশোরগঞ্জে বৃদ্ধা ফাতেমা বেগম এর জন্য ৫২৭০ টাকা দিয়ে একটি বাচ্চা সহ ছাগল ক্রয় করে দিয়েছে ‘সেবাশ্রম ফাউন্ডেশনে’র স্বেচ্ছাসেবীরা।

‍‍`আশে পাশে ঘাস আছে প্রচুর, একটা ছাগল কিনে দিলে আর মানুষের কাছে হাত পাততে হবে না‍‍`। এমন কথায় বলেছিলেন অসহায় বিধবা ফাতেমা বেগম।

হোসেনপুর থানা শাহেদল ইউনিয়নের গকুলনগর গ্রামে বসবাস করেন অসহায় বিধবা ফাতেমা বেগম। স্বামীর মৃত্যুর পর থেকে গত ১৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীন দুই ছেলেকে নিয়ে  বসবাস করছেন তিনি। 

পরিবারটিকে স্বাবলম্বী করার জন্য একটি বাচ্চাসহ বকরি ছাগল এবং রমজানের ইফতার সামগ্রী উপহার হিসাবে দেন ‘সেবাশ্রম ফাউন্ডেশন’ এর সেচ্ছাসেবীরা। যা দিয়ে তাদের রোজগারের পথ তৈরি হতে পারে। 

ফাউন্ডেশন সেচ্ছাসেবীরা বলেন, এমন আরো হতদরিদ্র  পরিবারকে স্বাবলম্বী করার জন্য  আমাদের কার্যক্রম সবসময় চলমান থাকবে। 

আমরা হতদরিদ্র পরিবার গুলোকে ক্যাশ টাকা না দিয়ে এই ধরনের সহয়তা করে থাকি। যাতে করে নিজেদের রোজগারের একটা রাস্তা তৈরি   করতে পারে।

আমাদেরকে আর্থিকভাবে  সহযোগিতা করেছেন প্রবাসী দাতা সদস্য, ফাউন্ডেশনের সদস্য এবং ফেইসবুক শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

আরএস

 

 

 

Link copied!