রাজবাড়ী প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৩, ০৭:১৩ পিএম
রাজবাড়ী প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৩, ০৭:১৩ পিএম
রাজবাড়ীতে গরু চুরি করার আগেই গণধোলাই খেয়েছে আন্ত:জেলা গরু চোর সিন্ডিকেটের ২ সদস্য। তাদেরকে পুলিশে সোপর্দ করেছে। পালিয়ে রক্ষা পেয়েছে ১০-১২জন।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের সরোয়ার ওরফে ছকু শেখের ছেলে শফিকুল শেখ (৩৫), খুলনা জেলার আলংঘাটা গ্রামের ছোরাব শেখের ছেলে সেলিম শেখ (২৮)।
শুক্রবার রাতে রাজবাড়ী সদর উপজেলার নিমতলা দেওয়ান হোটেলের নিকট এ গণধোলাইয়ের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার রাতে একটি পিকআপ যোগে ১০-১২জনের সংঘবদ্ধ আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্যরা আসে। রাজবাড়ী সদর উপজেলার নিমতলা দেওয়ান হোটেলের সামনে পিকআপ রেখে খেতে বসে। গরু চোর চক্রের উপস্থিতির বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে হামলা করে। এসময় সহযোগিরা পিকআপ যোগে পালিয়ে গেলেও লোকজন ২জনকে আটক করে গণধোলাই দিয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেলিম বলেন, ২জনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। তাদেরকে শনিবার দুপুরে রাজবাড়ী সদর থানায় সোপর্দ করা সহ পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে। তবে তারা গরু চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আরএস