Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৩, ০৭:৫১ পিএম


বাহুবলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার বেলা দুইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে।

জানা যায়, বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সালা উদ্দিনের মেয়ে জান্নাত আক্তার দেড় বছর ও মহিউদ্দিনের ছেলে ইয়াসমিন আহমেদ ৪ বছর তারা চাচাতো ভাই বোন মিলে বাড়ির পুকুরের পাশে খেলাধুলা করছিলো। বেলা দেড়টার দিকে ইয়াসিন আহমেদ এর মা ও জান্নাত আক্তারের মা তাদের সন্তানদের না পেয়ে বাড়ির আশপাশে খোজাখুজি শুরু করেন।

অনেক খোজাখুজির পর বাড়ির পুকুরে জান্নাত ও ইয়াসিনের লাশ দেখতে পান। এমতাবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাজহার হোসেন নাহিদ ইয়াসিন ও জান্নাতকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মো. আবুল খয়ের, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম খান ও মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামীম আহমেদ সহ দুই শিশুর বিভিন্ন আত্মীয় স্বজন  ও পুলিশের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরএস
 

Link copied!