Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিএনপি-জামায়াতের নৈরাজ্যে

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৩, ০৭:৫৩ পিএম


বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবকলীগ শান্তি সমাবেশ করেছে।

শনিবার (১ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে বের করে বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, সারা দেশে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাসহ নানা ধরণের জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করছে। তাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবকলীগ মাঠে থাকবে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আহম্মেদ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহমেদের সঞ্চালনায় বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাবুল আকতার, রেজাউল আলম, আসিফ আলম রেমন, গফফার শিকদার, রিয়াজ সরদার, অনুপম বিশ্বাস, আবু সাইদ, শেখ ইউনুস আলী ও আরিফুল হাসান সবুজ প্রমুখ।

এমএইচআর
 

Link copied!