Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গাতে ১৫শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৩, ১২:১৮ পিএম


মাটিরাঙ্গাতে ১৫শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫শ, প্রান্তিক কৃষকের মাঝে  বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার (২ এপ্রিল)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর অফিসের  সামনে উপজেলার ১৫শ,প্রান্তিক কৃষকের মাঝে  আউশ প্রণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা  উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আমির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।

বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  ডেজী চত্রুবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপজেলা কৃষি অফিসার মো:মোস্তাফিজুর রহমান।

এসময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল,  মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর  সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যােতি কিশোর বড়ুয়া, উপ-সকারি কর্মকর্তা মো:জয়নাল আবেদীন, উপ-সকারি কর্মকর্তা নূর মোহাম্মদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আমজাদ হোসেন,কৃষক মো:অলী উল্ল্যা, সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের  আয়োজনে  সুবিধাভোগি প্রত্যেক কৃষককে 
আউশ প্রণোদনার  ৫কেজি ধান বীজ, ১০কেজি ডিএপি সার,১০কেজি এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলার ১৫শ, প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

আরএস

 

Link copied!