Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

টঙ্গীতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ২, ২০২৩, ১২:২৪ পিএম


টঙ্গীতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

গাজীপুর মহানগরের টঙ্গীর সাতাইশ পূর্বপাড়া এলাকায় দশম শ্রেণির এক ছাত্রী (১৭) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (১ এপ্রিল) গভীর রাতে ভুক্তভোগীর বাবা টঙ্গী পশ্চিম থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা গেছে, শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার পর ধর্ষণের ঘটনা ঘটে এবং পরদিন শনিবার রাতে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

আটককৃতের নাম সাব্বির মাহমুদ (২০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার দুবাশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে।

পুলিশ জানায়, সাব্বির সহযোগীসহ ওই ছাত্রীকে তার ভাড়া বাসার ছাদের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ভুক্তভোগীকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাড়ির মালিক সালাউদ্দিন ও আসামি সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয় পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। গভীর রাতে মামলার পর আটক সাব্বিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরএস

Link copied!