Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

তালতলীতে সংযোগ সেতু ভেঙ্গেপড়ায় দুর্ভোগে দুই গ্রামের মানুষ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৩, ০৪:০৬ পিএম


তালতলীতে সংযোগ সেতু ভেঙ্গেপড়ায় দুর্ভোগে দুই গ্রামের মানুষ

বরগুনা তালতলী উপজেলায় নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া সোবাহানপাড়া সংযোগ ব্রিজ ভেঙ্গপড়ায় দুর্ভোগে পরেছেন দুই গ্রামের মানুষ। 

রোববার (২ এপ্রিল) গভীর রাতে ঐ ঝরাজীর্ণ ব্রীজটি ভেঙ্গে পড়ে যায়। জরাজীর্ণ ব্রীজটি দীর্ঘ দিন যাবত স্থানীয় লোকজনের উদ্যোগে কাঠ দিয়ে মেরামত করে পায়ে হেঁটে চলাচল করছিল। চলছিল না কোন গাড়ি-ঘোড়া। 

এখানে একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ব্রিজ পার হতে যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। কৃষকরা তাদের কৃষি সামগ্রী পারাপারে পড়েছেন বিপাকে। 

যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সোবাহান পাড়া ও মোয়াপাড়ার ১৫০ পরিবার। সোবাহানপাড়া ও মোয়াপাড়ার লোকজন তালতলী উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। 

এ ব্যাপারে নিশানবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ডঃ কামরুজ্জামান বাচ্চু বলেন, ব্রীজটি নতুনভাবে আবারও স্থানীয় প্রকৌশল অফিস তালতলীতে স্কিম দেওয়া হয়েছে এখন পর্যন্ত অনুমোদন হয়নি। অনুমোদন হলে নতুন করে আবার নির্মাণ করা হবে। 

স্থানীয় সরকার প্রকৌশল কর্মকর্তা মো. রাসেল বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। 

Link copied!