Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাঁচ দিন ব্যাপী বিজু, সাংগ্রাই, বৈসুক বিষু ও বিহু মেলা কাল

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৩, ০৭:৪৯ পিএম


পাঁচ দিন ব্যাপী বিজু, সাংগ্রাই, বৈসুক বিষু ও বিহু মেলা কাল

পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক বিষু, বিহু ২০২৩ উপলক্ষে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর উদ্যোগে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সার্বিক সহযোগিতায় আগামীকাল ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গণে পাঁচ দিন ব্যাপী বিজু, সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলার অনুষ্ঠিত হবে।

এতে রাঙ্গামািট সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন।

এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রি. জে. মোহাম্মদ ইমতাজ উদ্দিন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ।

অনুষ্ঠান সুচীর মধ্যে রয়েছে ৩ এপ্রিল বিকাল ৪টায় রাঙ্গামাটি সরকারী কলেজ মাঠ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী, বিকাল ৪.২০ মিনিটে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা। 

বিকাল সাড়ে ৪টায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, বিকাল ৫টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশ। 

৪ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ঐতিহ্যবাহী ঘিলা খারা প্রতিযোগিতা। ৫টায় বিজু, সাংগ্রাই বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ, সন্ধ্যা সাড়ে ৬টায় তংচঙ্গ্যা নাটক মঞ্চায়ন, সন্ধ্যা ৭টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন। 

৫ এপ্রিল বিকাল ৪টায় মহিলাদের হাড়িভাঙ্গ ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। বিকাল ৫টায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন। 

৬ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ঐতিহ্যবাহী পাজোন রান্না প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৫টায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন। 

৭ এপ্রিল ঐতিহ্যবাহী পাজোন রান্না প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৫টায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাগাজিন অনুষ্ঠান। এছাড়াও প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টায় পর্যন্ত মেলা চলবে এবং মেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আলোকচিত্র প্রদর্শিত হবে।

পাঁচদিন ব্যাপী এই মেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্ষুদ্র নৃ-গাষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের আহবায়ক রেমলিয়ানা পাংখোয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা।

Link copied!