Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৩, ০৮:৫৩ পিএম


বাগাতিপাড়ায় ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নে ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ৩টি কাঁচা রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

রোববার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত পৃথক পৃথক ভাবে এ ৩টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ বকুল।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামিলীগ নেতা শাহ আলম মাস্টার প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে বাগাতিপাড়া ইউনিয়নের কুঠিবাঁশবাড়িয়া নতুন পাড়া হতে মল্লিকপুর পর্যন্ত ৮৪০ মিটার রাস্তা ৮৬ লক্ষ টাকা ব্যয়ে, সাজা মালঞ্চি UZR জয়নাল আবেদীনের বাড়ী পর্যন্ত ৩১৫ মিটার রাস্তা ২৪ লক্ষ টাকা ব্যায়ে এবং বাটিকামারি নন্দিকুজা হতে বটতলা টুনিপাড়া পর্যন্ত ২৩৪০ মিটার রাস্তা ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে এ তিনটি কাঁচা রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়।

আরএস

Link copied!