Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সোনারগাঁওয়ে ইয়াবার চালানসহ গ্রেপ্তার ১

সোনারগাঁও প্রতিনিধি

সোনারগাঁও প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ১১:৪৯ এএম


সোনারগাঁওয়ে ইয়াবার চালানসহ গ্রেপ্তার ১

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর চেকপোস্ট এলাকা থেকে ২৩ হাজার ৫শ  পিচ ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গতকাল রাতে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ মাদকের চালান নারায়ণগঞ্জে আসছে। 

সে তথ্যের ভিত্তিতে আজ ভোর ৪ টার দিকে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেন এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে এস আই ইমরান ও অন্যান্য পুলিশ সদস্য মেঘনা ঘাট এলাকায় ওত পেতে থাকে। 

পরে ভোর রাতে সোনারগাঁ থানাধীন মেঘনাঘাট সংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এর সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে নিজ হেফাজতে রাখা ইয়াবাসহ মো. পারভেজ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

সে কক্সবাজার সদর পৌরসভার মোহাজেরপাড়া এলাকার আবু মিয়ার ছেলে। পুলিশ আরো জানান, মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।

এমএইচআর

Link copied!