Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামী আটক

দক্ষিণখান (উত্তরা) প্রতিনিধি

দক্ষিণখান (উত্তরা) প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০১:২১ পিএম


অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামী আটক

রাজধানীর উত্তরা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেপ্তারকৃত মো. নুরুজ্জামান ওরফে  নুরু (২৫) রংপুর জেলার মৃত আজগর আলীর পুত্র। 

সোমবার (৩ এপ্রিল) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক নোমান আহমদ এ খবর নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ উত্তরার একটি দল রোববার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার সেক্টর-১২ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মো. নুরুজ্জামান ওরফে নুরুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নোমান আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী নূরু অপহরণ ও ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এমএইচআর

Link copied!