Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০৪:৫৬ পিএম


লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে হেলাল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হেলাল উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের রশিদপুর এলাকার পান্না মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (৩ এপ্রিল) দুপুরে আড়াইটার সময় কালাপাকুজ্যার রশিদপুর এলাকার (কাপ্তাই হ্রদে) বড় বিলে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় হেলাল বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় ইবনেসিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক হেলাল হোসেনকে মৃত ঘোষনা করেন।

ইবনেসিনা হাসপাতালের চিকিৎসক মানসুরুর রহমান জানান, আজ দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা বজ্রপাতে আহত হেলাল হোসেনকে হাসপাতাল নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখেছি সে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আরএস

Link copied!