Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় ছেলে না জানিয়ে বিয়ে করায় বাবার আত্মহত্যা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০৫:৫৩ পিএম


ভালুকায় ছেলে না জানিয়ে বিয়ে করায় বাবার আত্মহত্যা

ময়মনসিংহের ভালুকায় বাবাকে না জানিয়ে ছেলে বিয়ে করায় অভিমানে বাবা মাধব চন্দ্র বর্মন (৫৫) আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রাম থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

জানা যায়, নিহতের ছেলে স্বজল চন্দ্র বর্মন পিতার অনুমতি ব্যতিত বিবাহ করে, আর এতে ছেলের প্রতি অভিমান করে পিতা মাধব চন্দ্র বর্মন। এই অভিমান থেকেই রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মাধব চন্দ্র বর্মন বাড়ীর সামনে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আরএস
 

Link copied!