Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখাউড়ায় ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০৬:১৫ পিএম


আখাউড়ায় ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৭০০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। 

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের রাস্তার মাথায় রাজ্জাক মিয়ার দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার আকতার হোসেনের স্ত্রী দিলারা বেগম প্রকাশ জাহেদা (৪০), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার শিপন মিয়ার স্ত্রী মারুফা আক্তার (২৮)।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের সামনের রাস্তার পাশে অভিযান চালিয়ে ১৭০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Link copied!