কলিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৩, ০৬:৫৯ পিএম
কলিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৩, ০৬:৫৯ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে সোমবার সকালে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কমসূচীর আওতায় পুরানাবৃত্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূ্ল্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কমর্কতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সচালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৩ শত জন কৃষক/কৃষানীদের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।