Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

হরিণাকুণ্ডু থানার নতুন ওসি আবু আজিফ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০৭:১৩ পিএম


হরিণাকুণ্ডু থানার নতুন ওসি আবু আজিফ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আবু আজিফ। সোমবার (৩ এপ্রিল) দুপুরে তিনি থানার ইন্সপেক্টর ( তদন্ত) আক্তারুজ্জামান লিটনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

এর আগে তিনি ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং তারও আগে  ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি দেশের বিভিন্ন এলাকায় তাঁর কর্মজীবনে সততা, আন্তিরকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

ওসি আবু আজিফ  উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকার মৃত কামাল উদ্দীনের ছেলে।

আরএস

Link copied!