Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রাম হতে কুমিল্লাগামী বাস থেকে গুলি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০৭:৩৮ পিএম


চট্টগ্রাম হতে কুমিল্লাগামী বাস থেকে গুলি উদ্ধার

চট্টগ্রাম হতে  কুমিল্লার উদ্দেশ্য ছেড়ে আসা প্রিন্স সৌদিয়া বাস (রেজি নং ১১-৫৯৪৯) থেকে গুলি উদ্ধার করেছে কুমিল্লা রিজিয়নের কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ।

জানা যায়, হাইওয়ে কুমিল্লা রিজিয়ন চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের কুমিরা হাইওয়ে ফাঁড়ির দিবাকালীন পেট্রোল ডিউটি করা অবস্থায় দুপুরে টেরিয়াইল বাজারে অবস্থানকালে  হাইওয়ে পুলিশের গাড়ি দেখা মাত্র বাস হতে সুপারভাইজার মিজানুর রহমান নেমে এসে জানায় যে, তার বাসের ঊ-৪ সিটের সামনে পানি রাখার স্হানে একটি পলিথিনে মোড়ানো সন্দেহজনক প্যাকেট পড়ে আছে।

তখন উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনের ভিতর একটি বক্সের মধ্যে ১৫ (পনের) রাউন্ড রিভলবারের গুলি পরিত্যক্ত অবস্থায়  পাওয়া যায় এবং তাদের সামনেই জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তিনি জানান, সীতাকুন্ড থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ায়ধীন।

আরএস

 

 

 

 

 

 

 

Link copied!