Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০৭:৪০ পিএম


গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আমিন উদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মশিন্দা ইউনিয়নের রানী গ্রাম টোলপ্লাজা এলাকায় ওই সড়ক দূর্ঘটনা ঘটে। 

মৃত শিশু ওই গ্রামের মো. নাজমুল হকের ছেলে। নিহত শিশুর দাদি নাজমা বেগম জানায়, বিকেলে ৩টার সময় তার নাতি আমিন উদ্দিন প্রাইভেট পড়তে তাঁর এক শিক্ষকের কাছে গিয়েছিল। বাড়ি ফেরার পথে রাস্তায় টেম্পুর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। 

এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডা. চৈত্রী তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাতের কারনেই তার মৃত্যু হয়েছে। 

জানা যায় মৃত আমিন উদ্দিন রানী গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিল। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Link copied!