Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০৭:৪৭ পিএম


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ ও সার বিতরণ

জেলার সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ৬ হাজার ৭৫০ জন কৃষককে একবিঘা করে জমি আবাদের জন্য ৫ কেজি করে আউস ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১ হাজার ৪শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য ১ কেজি কের পাটবীজ প্রদান করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ ১/২০২৩-২০২৪ মৌসুমে উচ্চ ফলনশীল (উপশী) আউস ধান ও পাট (আঁশ) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনার আওতায় বিনামূল্যে এইসব সার ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করে সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল,  মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, কৃষক আবুল কালাম।

আরএস

 

 

 

 

 

 

 

Link copied!