Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় বীজ ও সার বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০৮:০৪ পিএম


ভালুকায় বীজ ও সার বিতরণ

ময়মনসিংহ ভালুকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে খরিপ ১/২০২৩-২০২৪ মৌসুমে পাট ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩এপ্রিল) দুপুরে  উপজের কমলা উন্নয়ন প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষিবিদ জনাবা জেসমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক নঈম হাসান, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবিব মহন,  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-অপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. মিনার হোসেন ও ময়মনসিংহ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন।

অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলার উপসহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়ন ও ১ পৌরসভার  ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫০০জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে পাটবীজ বিতরণ করা হয়।

আরএস

 

 

 

 

 

 

 

Link copied!