Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালকিনিতে প্রতিপক্ষের বোমা হামলায় ব্যবসায়ী নিহত

কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৩, ০২:২৫ পিএম


কালকিনিতে প্রতিপক্ষের বোমা হামলায় ব্যবসায়ী নিহত

মাদারীপুরের কালকিনি উপজেলায় সন্ত্রাসীদের বোমা হামলায় মনির চৌকিদার (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩ এপ্রিল) রাতে উপজেলার সিডিখান ইউনিয়নের মিয়ার হাট লঞ্চ ঘাটে ঘটনাটি ঘটে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মনির একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। 

এসময় সন্ত্রাসীরা পেছন থেকে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণে মনির গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন মনিরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। 

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চানমিয়া শিকদার ও মিলন পেদা নামে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই নির্বাচন নিয়ে দুই গ্রুপের বিরোধ চলছিলো। নিহত মনির পরাজিত প্রার্থী মিলনের সমর্থক ছিলেন। ধারণা করা হচ্ছে নির্বাচনী বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। ওসি শামীম হোসেন জানান, হামলায় মনির নামে একজন নিহত হয়েছেন। বিস্তারিত তদন্তের পরে জানা যাবে।
 

Link copied!