Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাণীশংকৈলে গাঁজাসহ আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৩, ০১:১৯ পিএম


রাণীশংকৈলে গাঁজাসহ আটক ৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে পৌর শহরের রংপুরিয়া মার্কেট এলাকার মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি হতে ৪০০গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌর শহরের ভান্ডারা গ্রামের আজিজুল হকের ছেলে মাজেদুল ইসলাম (৩৫), জমিরুল হকের ছেলে আক্তারুজ্জামান (৩৫) ও আবু তাহেরের ছেলে মানিক (২৬)।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান,  সন্ধ্যায় ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Link copied!