ডামুড্যা প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৩, ০১:২৮ পিএম
ডামুড্যা প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৩, ০১:২৮ পিএম
শরীয়তপুরের ডামুড্যায় ইলিশ সম্পদ উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণে ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যজীবীদের মাঝে ছাগল, ছাগলের খোয়ার, খাবার গমের ভুষি, ঔষধ ও জাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ডামুড্যা উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মো. রাশেদ আলম, গোপালগঞ্জ মৎস্য চাষি সমিতি সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার রুুহল আমিন ও গোপালগঞ্জ মৎস্য চাষি সমিতি উপজেলা প্রতিনিধি লিয়াকত বেপারি প্রমূখ।