Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিংগাইরে নবজাতকের পা পোড়ানোর ঘটনায় বিচার দাবীতে মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ ) প্রতিনিধি

সিংগাইর (মানিকগঞ্জ ) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৩, ০৩:৫১ পিএম


সিংগাইরে নবজাতকের পা পোড়ানোর ঘটনায় বিচার দাবীতে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইরে ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে নবজাতক শিশুর পা পোড়ানোর ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে আহত নবজাতকের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে বক্তারা হাসপাতালের মালিক ডা: মাহমুদা সুলতানা সাকিসহ জড়িতদের বিচারের দাবী জানিয়ে বক্তব্য দেন জয়মন্টপ ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাবেক জামির্তা ইউপি চেয়ারম্যান আ.হালিম রাজুসহ গণ্যমান্য ব্যাক্তি বর্গরা।

গত ১৮ মার্চ রাত আড়াইটার দিকে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে উপজেলার নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজ নাহারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে সনাতন পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ সময় অতিরিক্ত হিটে নবজাতকের দুই পা পুড়ে যায়। এ ঘটনায় নবজাতক শিশুর বাবা শুকুর আলী চারজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিলে মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন আসামীরা জামিনে বের হয়ে আসে।

এমএইচআর

Link copied!