Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেহেরপুরের গাংনীতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ৫, ২০২৩, ০৮:০২ পিএম


মেহেরপুরের গাংনীতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. রুহুল আমীন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার সকালে উপজেলার কাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো. রুহুল আমিন কুষ্টিয়ার ইবি থানার নৃসংহপুরের মৃত মো. সোহরাব হোসেনের ছেলে। 

র‌্যাব-১২ সিপিসি মেহেরপুর কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক জানান, সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন (পিপিএম)এর নির্দেশনায় মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি দল গোপন সাংবাদের ভিত্তিতে উপজেলার কাজীপুর কাচারীপাড়া এলাকা থেকে রুহুল আমীনকে গ্রেফতার করা হয়। 

এসময় তার নিকট থেকে ৩ কেজি গাঁজা,মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়। 

তিনি আরও জানায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুরসহ পার্শ্ববর্তী জেলা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। 

গ্রেফতারকৃত আসামীর নামে মামলা দায়ের পূর্বক গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচআর
 

Link copied!