Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামের ট্যাগ লাগানোয় জুতার দোকানে জরিমানা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৩, ০৪:৩১ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামের ট্যাগ লাগানোয় জুতার দোকানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জুতার মার্কেটে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জুতার জন্য প্রসিদ্ধ শহরের নিউ সিনেমা হল রোডের জুতার দোকানগুলোতে এ অভিযান চালানো হয়। 

অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান ও জেলা বাজার মনিটরিং কর্মকর্তা নাজমুল হক। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‍‍`ঈদকে সামনে রেখে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অতিরিক্ত দামের ট্যাগ লাগিয়েছেন জুতায়। 

এসব ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদেরকে সতর্ক ও জরিমানা করা হয়েছে। এর মধ্যে স্টেপ জুতার শো-রুম মালিককে ৪ হাজার টাকা, এলিগেন্স-স্টেপকে ৪ হাজার এবং গোল্ডেন মাইল জুতার শো-রুম মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।‍‍` রমজানজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এমএইচআর

Link copied!